আমেরিকার পর সবচেয়ে বড় এআই হাব এবার ভারতে

আমেরিকার পর সবচেয়ে বড় এআই হাব তৈরি হচ্ছে ভারতে। ভারতে দেড় হাজার কোটি ডলার বিনিয়োগ করছে গুগল। যা ভারতীয় মুদ্রায় ১লক্ষ ৩৩ হাজার ১৭০ কোটি টাকা। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সংক্রান্ত কাজের জন্য অন্ধ্রপ্রদেশে একটি তথ্যকেন্দ্র তৈরি করা হবে। মঙ্গলবার এই ঘোষণা করা হয়েছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে এই তথ্যকেন্দ্র তৈরির পরিকল্পনা আগেই নিয়েছিল গুগল। আদানি গোষ্ঠীর সঙ্গে হাত মিলিয়ে এই এআই হাব তৈরি করা হচ্ছে। প্রথমে জানা গিয়েছিল, এই তথ্য কেন্দ্রের জন্য ৬০০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল। এবার জানা গেল বিনিয়োগের পরিমাণ দ্বিগুণের বেশি।

এই বিনিয়োগের জন্য অন্ধ্রপ্রদেশ সরকারের সঙ্গে মউ স্বাক্ষর করেছে গুগল। মউ স্বাক্ষরের জন্য মঙ্গলবার দিল্লিতে পৌঁছে যান অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। গুগল কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। এবিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন, গুগলের সিইও সুন্দর পিচাই।

মউ স্বাক্ষরের জন্য দিল্লিতে রয়েছেন গুগল ক্লাউডের সিইও থমাস কুরিয়ান। বিশাখাপত্তনমের ওই তথ্যকেন্দ্রের বিষয়ে তিনি বলেন, “আমেরিকার বাইরে তৈরি হওয়া সংস্থার সবচেয়ে বড় এআই তথ্যকেন্দ্র হতে চলেছে এটি।”

বেঙ্গালুরু, তামিলনাড়ুর চেন্নাইয়ের মতো শহরগুলিতে দীর্ঘদিন ধরেই বিনিয়োগ করে আসছে বিদেশি তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। মহারাষ্ট্রের পুণেতেও তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বেশ কিছু বিনিয়োগ হয়েছে অতীতে। তবে এ বার এই শহরগুলির বাইরে অন্য কোনও শহরকে বিনিয়োগের জন্য বেছে নিল গুগল। তবে এ বারও দক্ষিণ ভারতীয় শহরেই বড় বিনিয়োগ করা হল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘দূরদৃষ্টিসম্পন্ন’ নীতির ভূয়সী প্রশংসা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ। ২০২৬ সালে ইন্ডিয়া এআই সামিটের প্রস্তুতি সম্মেলনই হল এআই ভারতশক্তি ইভেন্ট। এই অনুষ্ঠানে নির্মলা সীতারামণ বলেন, সরকারের নীতি নির্ধারণ আগের থেকে অনেক দ্রুত হচ্ছে। অনেক জিনিস খাতাকলমে রয়ে যায়। কিন্তু  দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বের অধীনে যখন তার বাস্তবায়ন হয়, তখনই প্রকৃত পরিবর্তন হয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন,  ২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রযুক্তি ক্ষেত্রে ভারতকে এগিয়ে নিয়ে যেতে মোদী একাধিক নীতি নিয়েছেন। তার ফলেই ভারত এখন এআই ক্ষেত্রে আন্তর্জাতিক হাব হয়ে উঠেছে।

হায়দরাবাদকে আইটি হাব হিসেবে গড়ে তুলতে চন্দ্রবাবু নাইডু যে ভূমিকা নিয়েছিলেন, তারও প্রশংসা করেন নির্মলা সীতারামণ। অন্ধ্রপ্রদেশ ভারতের প্রথম এআই হাব গড়ে ওঠার জন্য আদর্শ জায়গা বলে মন্তব্য করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ।

Related Posts

Budget 2024: ভাড়ায় ছাড়, উন্নত পরিষেবা! মোদীর সরকারের তৃতীয় বাজেটে নজরে রেল….

রাত পোহালেই বাজেট। দেশ দীর্ঘ সময় ধরে সুস্থিত ও সংহত একটি সরকার পেয়েছে। তাই সেই সরকারের থেকে প্রত্যাশাও অনেক বেশি সাধারণ মানুষের। আর এই বাজেটে নানা প্রত্যাশার মধ্যে একটা দিকে সাধারণ…

You Missed

আমেরিকার পর সবচেয়ে বড় এআই হাব এবার ভারতে

আমেরিকার পর সবচেয়ে বড় এআই হাব এবার ভারতে

লক্ষ্মীর ভান্ডার থেকে বার্ধক্য ভাতার মতো সরকারি প্রকল্পের অর্থ লোপাটচক্র রুখতে যৌথ তদন্তে কলকাতা পুরসভা-পুলিশ

লক্ষ্মীর ভান্ডার থেকে বার্ধক্য ভাতার মতো সরকারি প্রকল্পের অর্থ লোপাটচক্র রুখতে যৌথ তদন্তে কলকাতা পুরসভা-পুলিশ

সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা মমতার বিরুদ্ধে। ২১ জুলাইয়েই শুনানি!

সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা মমতার বিরুদ্ধে। ২১ জুলাইয়েই শুনানি!

Budget 2024: ভাড়ায় ছাড়, উন্নত পরিষেবা! মোদীর সরকারের তৃতীয় বাজেটে নজরে রেল….

Budget 2024: ভাড়ায় ছাড়, উন্নত পরিষেবা! মোদীর সরকারের তৃতীয় বাজেটে নজরে রেল….

কী কারণে দুবাইয়ে গ্রেফতার রাহাত ফতেহ আলি খান? পাকিস্তানি গায়ক বললেন…

কী কারণে দুবাইয়ে গ্রেফতার রাহাত ফতেহ আলি খান? পাকিস্তানি গায়ক বললেন…