রাত পোহালেই বাজেট। দেশ দীর্ঘ সময় ধরে সুস্থিত ও সংহত একটি সরকার পেয়েছে। তাই সেই সরকারের থেকে প্রত্যাশাও অনেক বেশি সাধারণ মানুষের। আর এই বাজেটে নানা প্রত্যাশার মধ্যে একটা দিকে সাধারণ মানুষের বিশেষ নজর থাকে। আর তা হল রেল। একসময় রেলের জন্য আলাদা বাজেট পেশ করা হত। পরে সেই নিয়ম বদলে যায়। বর্তমানে একটিই সাধারণ বাজেট পেশ করা হয়, তবে তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা পায় রেল বাজেট।
কী কারণে দুবাইয়ে গ্রেফতার রাহাত ফতেহ আলি খান? পাকিস্তানি গায়ক বললেন…
জনপ্রিয় গায়ককে তাঁর প্রাক্তন ম্যানেজার সালমান আহমেদকে মানহানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। বিরোধের কারণে কয়েকমাস আগে আহমেদকে বরখাস্ত করেছিলেন তিনি। সেই কারণেই গ্রেফতার করা হয়েছে তাঁকে? মুখ খুললেন পাকিস্তানি গায়ক।